দিন প্রতিদিন ডেস্ক :
বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবেলা করে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সরকারের সহযোগিতা চেয়েছে ইসলামি আইটেম ব্যবসায়ী সমিতি। সংগঠনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সহযোগিতা চাওয়া হয়।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘এফবিসিসিআই’র পরিচালক ইসহাকুল হোসেন (সুইট)।
ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বশির উদ্দিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বায়তুল মোকাররম মসজিদের জৈষ্ঠ্য ইমাম মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফারুক আহাম্মদ, এফবিসিসিআই’র পরিচালনা পরিষদ (জিবি) সদস্য শহিদুল ইসলাম এবং খদ্দর বাজার হকার্স সমবায় সমিতির সভাপতি আজিজ শেখ ও সাধারণ সম্পাদক জিএম আতিকুর রহমান।