স্থানীয় এমপি আসম ফিরোজের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

received_190286240516753.jpeg

মো:ফিরোজ,বাউফল প্রতিনিধি :পটুয়াখালী -২ আসনের স্থানীয় এমপি ও বাউফল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজের অনুসারীরা গত ২৯ এপ্রিল শনিবার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র মো. জিয়াউল হক জুয়েল, বাউফল উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং বীর উত্তম সামসুল আলম তালুকদার পুত্র সমাজ সেবক হাসীব আলম তালুকদারের বিরুদ্ধে মিথ্যাচার ও মন গড়া সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে বাউফল উপজেলা আওয়ামীলীগ একাংশ। রোববার দুপুরে পৌরসভার কুন্ড পট্টি আওয়ামীলীগ কার্যালয়ে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. জসিম উদ্দিন ফরাজী স্বাক্ষরীত লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইউসুফ। সাংবাদিক সন্মেলনে বলেন, আ.স.ম ফিরোজ বরিশাল বিএম কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের হত্যা মামলার আসামী নুরুল ইসলাম মঞ্জুর অনুসারি ছিলেন এবং সে বঙ্গবন্ধুর হত্যার পরে তার কর্মকান্ড ছিল প্রশ্নবিদ্ধ। যা প্রেসিডিয়াস সদস্য জাহাঙ্গির কবির নানক এক টিভি সাক্ষাতকারে উল্লেখ করেন। পৌর মেয়র জুয়েল একজন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে সংযুক্ত এবং কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগ নেতা। পরে তিনি বাউফল পৌর সভার নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। এর পরে তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তী সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি কখনও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। রাজনৈতিক প্রতিদ্ব›িদ্ব ভেবে তার বিরুদ্ধে মিথ্যাচার করে দলকে তারা ছোট করেছেন। সাংবাদিক সম্মেলনে আ.স.ম ফিরোজের অনুসারিরা যে অভিযোগ তুলেছেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। বক্তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর, বগা ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, নাজিরপুর ইউপি চেয়ারম্যান এসএম মহসিন, বাউফল সদর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন, নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার, পৌর আওয়ামীলীগ একাংশ সাধারণ সম্পাদক ইসরাত জাহান এবং বাউফল উপজেলা ছাত্রলীগ সভাপতি সম্পাদক সাইদুর রহমান হাসান ও মাহমুদ রাহাত জামসেদ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top