মোঃ হেমায়েত হোসেন খান,ডাসার মাদারীপুর প্রতিনিধিঃ-
মাদারীপুরের ডাসারে আশ্রায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ২৬ হাজার ২২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তৃতীয় পর্যায় ডাসার উপজেলায় স্থায়ী ঠিকানা পেল আরও ১৬টি পরিবার।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভার্চুয়ালি এই গৃহহীন ও ভূমিহীন মানুষদের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডাসার উপজেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে পুর্নবাসিত সদস্যদের জমির দলিল ও চাবি তুলে দিলেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।
এ সময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক,বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খাঁন,ডাসার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার, নবগ্রাম ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোঃ ফারুক আহম্মেদ- গোপালপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, মোঃ কবির হোসেন- বালিগ্রাম ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা,মোঃ ইলিয়াস হোসেন-ডাসার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা,মোঃ গোলাম মাওলা-কাজীবাকাই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা।ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গন ভবন থেকে ভিডিও কনফারেন্স(ভার্চুয়াল)সংযুক্ত থেকে পুর্নবাসিত সদস্যদের সাথে সরাসরি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে পেরেছি। দেশের প্রতিটি নাগরিকের দেখার দ্বায়িত্ব আমার।
আরও কোথায় কোথায় ভুমিহীন ও গৃহহীন আছে, খুঁজে দেখার জন্য প্রশাসনকে নির্দেশদেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন দেশের কোন মানুষ ভুমিহীন ও গৃহহীন থাকবে না।