মাধবপুর প্রতিনিধিঃ- ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুরে এক কৃষকের পাঁচত্তর শতাংশ জমির সবজি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের আঠারো নম্বর সেকশনের জালাই নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন পান তাঁতি চা বাগানের আঠারো নম্বর সেকশনের জালাই এলাকায় পচাঁত্তর শতাংশ জমিতে কৈডা ও ঝিংগার চাষ করেন। গাছে ইতিমধ্যে ফল আসা শুরু হয়েছে। খোকন তাঁতি জানান, এনজিও থেকে ঋিন নিয়ে এক লক্ষ ত্রিশ হাজার টাকা খরচ করে এই সবজির চাষ করেছি। সবেমাত্র সবজি বিক্রি করা শুরু করেছি। প্রথম চালানে আড়াই কেরেট সবজি বিক্রি করে দেড় হাজার টাকা পেয়েছি। বাজারে সবজির দাম ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করেছিলাম। এসময় কে এমন শত্রুতা করলো বুঝতে পারছি না। এখন এনজিওর কিস্তির টাকা কিভাবে দিব ভেবে পাচ্ছি না।