নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করল সন্দ্বীপ থানার ওসি মোঃ কবির হোসেন

received_1171982660842112.jpeg

শাহেদ খাঁন:-

সন্দ্বীপ থানা পুলিশের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করা হয়। গতকাল ১৯ মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন এর নেতৃত্ব এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার অন্যতম পাইকারী বাজার শিবেরহাটে সবজি, মাছ, মাংস, ফল দোকান, মুদি দোকানের খুচরা ও পাইকারী বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় শিবেরহাট বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যবসা প্রতিষ্ঠানে জনগণের পণ্য ক্রয়ের সুবিধার্থে পণ্যের বিক্রয় মূল্যের তালিকা টাঙিয়ে রাখার ও ফুটপাত দখলমুক্ত রাখার অনুরোধ জানানো হয় এসময়। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিংয়ের এ অভিযান চলছে ও রমজান মাস জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top