গাজী ইব্রাহিম খলিল,নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ‘Youth Peace Organisation’ এই সংগঠন এখন পর্যন্ত এই সংগঠনের মাধ্যমে (১০০,৩৬৮) এক লক্ষ তিনশত আটষট্টি টাকা অনুদান সংগ্রহ করে আস্সুন্নাহ ফাউন্ডেশন এর হাতে তুলে দিয়েছেন।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার চাল মুড়ি কাপড় ও দিয়েছি সহায়তা করেছে এই সংগঠনটি।
এই সংগঠনে যারা কঠোর পরিশ্রম করে এই মানবতার কল্যাণে কাজ করেছেন এদের মধ্যে অধিকাংশই হচ্ছে ছাত্র-ছাত্রী তাদের মাধ্যমে নাজিম, রায়হান, আকাশ, রিকি, আসিফ, আলভি জুনিয়র সোহান, ফুয়াদ আরো অনেকই।
‘Youth Peace Organisation’ তাদের এই উদ্যোগে নারায়নগঞ্জ ফতুল্লায় অনেক সুনাম অর্জন করেছে।
এ ছাড়াও ফতুল্লা রেল স্টেশনে এবং শিবু মার্কেটের বিভিন্ন জায়গায় গ্রাফিতি করেছেন এই সংগঠনটি।