স্টাফ রিপোর্টার, মোঃ পারভেজ হোসেন:
যুগান্তরের সিনিয়র সাবএডিটর ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এবং সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহ উদ্দিনের শ্বশুর আমান উল্লাহ ( স্মরনিকা স্টেডিওর মালিক) আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ জোহর জানাজা শেষে সাহেব বাড়ি দরগাহ কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,১ ছেলে ও ৩ কন্যা রেখে যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা,সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া,সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।