মোখলেসুর রহমান ,তালা উপজেলা প্রতিনিধি:
০৬/০৪/২০২২ তারিখ দিবাগত রাত্রে অনুমান 2:30 ঘটিকা সময় অজ্ঞাত নামা কে বা কাহারা গভীর রাতে গ্রামে পিকআপ ঢুকিয়ে মোহাম্মদ মহাসিন গাজী(৪০) পিতা-মৃত কেয়ামউদ্দিন গাজী গ্রাম: চাঁদকাঠি, এর বাড়ির পাচালিরএর দ্বিতীয় গেট ভেঙে গোয়াল ঘর থেকে দুইটি গরু (একটি জার্সি ইন্ডিয়ান জাতের গাভী ও তার বাছুর) যাহার আনুমানিক মূল্য ৩,৫০,০০০/_(তিনলক্ষ ৫০ হাজার টাকা) এবং একইরাত্রে মোহাম্মদ জামশেদ আলী মোড়ল (৫৫) পিতা-মোহাম্মদ নাইমুদ্দিন মোড়ল গ্রাম বলরামপুর, বাড়ি প্রথম গেট ভেঙে গোয়াল ঘরের তালা আধুনিক প্রযুক্তির অস্ত্র ধারা গোয়াল ঘরের তালা কাটিয়া গোয়াল ঘর থেকে দুটি বড় এঁড়ে গরু বাহির করিয়া পিকআপ উঠাইয়া লইয়া যায় যার আনুমানিক মূল্য ২,৫০,০০০/-(দুই লক্ষ৫০ হাজার) টাকা গরু নিয়ে যাইতে থাকাকালে মোহাম্মদ জামশেদ আলী মোড়ল তার আনুমানিক ২,৩০ মিনিট এর দিকে গোয়াল ঘরের মধ্যে যাইয়া দেখে গোয়ালে গরু নাই। জামশেদ আলী মোড়ল সাথে সাথে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে। অজ্ঞাতনামা চোরেরা তড়িঘড়ি করে চালিয়ে যাওয়ার সময় জামশেদ আলীর একটি এঁড়ে গরু স্থানীয় বলরামপুর গোলদার বাড়ির সন্নিকটে একটি ডোবার মধ্যে পড়িয়া যায়। যা সকাল বেলায় সন্ধান করিয়া পাওয়া যায়। মসজিদের মাইকে জামশেদ আলীর প্রচার সোনিয়া বলরামপুর বাজারের পাহারাদার গরুসহ পিকআপটি আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গরু সহ পিকআপ যাওয়ার সংবাদ শুনিয়া জামশেদ আলী মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া কোরিয়া নেভি বুলু রং এর গাড়িটি দেখিতে পাইলে আটকাতে ব্যার্থ হয়।অপরদিকে মহাসিন গাজী সকালে উঠিয়া তার গোয়ল থেকে গরু চুরি হইয়া গিয়াছে বিষয়টি বুঝতে পারে । সকালে দুইজন গরু খুজাখুজি করিতে করিতে বিষয়টি পরস্পর জানাজানি হয়। এমত অবস্থায় তারা দুইজন ১/মোহাম্মদ মহাসিন গাজী ও২/ মোহাম্মদ জামশেদ আলী মোড়ল বাদী হইয়া তালা থানা অফিসার ইনচার্জ এর নিকট একটি অভিযোগ দায়ের করে।