তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

received_6266840750034236.jpeg

মোঃ জহিরুল ইসলাম (পাশা)ঃ

বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি।
তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৯ টি ইউনিয়নে চলছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নে একটি করে বিট কার্যালয় রয়েছে । প্রতিটি বিটে একজন করে সাব-ইন্সপেক্টর ইনচার্জে রয়েছে।

জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা।

এরই ধারাবাহিকতায় ২৪ শেষ জানুয়ারি মুঙ্গল বার দুপুরে কলা কান্দি বাজারে তিতাস থানা বিট নং-৫ কলাকান্দি ইউনিয়ন এর আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকারের সভাপতিত্বে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস। তিতাস থানার বিট- ৫ এর ইনচার্জ এস আই মোঃ ইমরুল এর পরিচালনায় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলা কান্দি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কাজী কামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা মেম্বার মোসম্মৎ নাছিমা আক্তার,শিরানা আক্তার, অত্র ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মজিবর রহমান, মোঃ মুন্সর আলী,মোঃ আক্তার হোসেন, মোঃ মুঙ্গল মিয়া,মোঃ বাচ্চু মিয়া,মোঃ ডালিম,এস এম দুলাল,এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় গন্যমন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় বক্তারা বলেন সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে বিট পুলিশিং এর বিকল্প নেই।যে কোন প্রয়োজনে বিট পুলিশিং এর মাধ্যমে আমরা সহজে এবং দ্রুত পুলিশের সেবা পাই। এসময় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীন চন্দ্র দাস বলেন আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষে বিট পুলিশিং কার্যকম অব্যাহত থাকবে। একটা কথা মনে রাখবেন অপরাধ নিয়ন্ত্রণে সর্বদাই আপনার পুলিশ আপনার পাশে থাকবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top