রূপগঞ্জে পৌর নির্বাচন সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক

received_982912056825497.jpeg

শাওন গাজী, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে আসন্ন ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা,নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এলাকার ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও এতে  অংশ নিচ্ছে।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত পাঁচবছর কাঞ্চন পৌরসভার জনগণের পাশে ছিলাম, তাদের মতামত নিয়েই মনোনয়ন জমা দিয়েছি আগামী ২৬ জুন নির্বাচনে জনগণের ভোটে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ্। 

মঙ্গলবার দিনব্যাপী  পৌরসভার বিরাবো এলাকার  ০১ও ০২ নং ওয়ার্ডের বিভিন্ন হাট বাজার গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ টিপু, ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ শুক্কুর আলি, মোঃ ইদ্রিস আলি, আব্দুল আউয়াল, মোঃ খলিল মিয়া, শাহজালাল, ইব্রাহিম, শরিফ, আরিফ, আল আমিন, আব্দুর রহিম মোল্লা, মহিলা লীগের নেত্রী পারভীন আক্তার, নিলুফা আক্তার, রোকেয়া বেগম, মায়া আক্তারসহ আরো অনেক।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top