আইয়ুব আলী,
কুমিল্লার হোমনায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আবদুস ছালাম সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর মোট ৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।