৫ শতাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিল কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন

IMG-20230323-WA0000.jpg

বেনু পাল,ভোলা প্রতিনিধি:
আত্নমানবতার সেবায় কাজ করছে ভোলার অন্যতম সেচ্চাসেবী সংগঠন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় ভোলার অসহায় ও দুস্থ্য ৫’শ পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শহরের সরকারি বালক বিদ্যালয় সংলগ্ন সংগঠনটির কার্যালয় চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, নিত্যপন্যের উর্ধ্বগতিতে যখন নিম্ন ও মধ্যবৃত্ত পরিবারগুলো দিশেহারা। ঠিক তখন দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন। এ সংগঠনের পক্ষ থেকে ভোলা সদরের বেড়ি বাঁধে বসবাসকরা উপকূলের ছিন্নমূল অসহায় দুস্থ পরিবারের হাতে তুলে দিয়েছে ইফতার সামগ্রী। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল,খেজুর, মুড়ি, সেমাই, চিনি, সোলা ও পেয়াজসহ নানা উপকরন। রমজান মাসে এমন খাদ্য উপকরন পেয়ে খুশি দুস্থ পরিবারগুলো। হাসি ফুটেছে তাদের মুখে।

কাঞ্চল-ফাতেমা ফাউন্ডেশনের এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটির সদস্য মো: সোহেল। তিনি আরো জানান, দ্বীপজেলা ভোলার সমাজ সেবক তাহমিনা মাসুদ ২০১৯ সালে সংগঠনটির যাত্র শুরু হয়। এরপর ফাউন্ডেশন থেকে আত্নমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top