হোমনায় ২ক্লিনিক সিলগালা ও ১টিকে জরিমানা 

FB_IMG_1653901350321.jpg
আইয়ুব আলী, হোমনা :
কুমিল্লার হোমনায় বেসরকারি  ২টি ক্লিনিককে সিলগালা, ১টিকে জরিমানা ও ১টিকে সতর্ক করেছে  ভ্রাম্যমাণ আদালত। রবিবার হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তাদের সাথে নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, হোমনা পৌর সদরে অবস্থিত জনসেবা হসপিটাল ও খিদমাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় দুই ক্লিনিককে সিলগালা করা হয়েছে এবং ঘারমোড়া বাজারে অবস্থিত হাড় ভাঙ্গা ডায়াগনস্টিক সেন্টার নামে রেজিস্ট্রেশন করে “হাড়ভাঙ্গা এক্স- রে ক্লিনিক” নামে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুই মাসের মধ্যে কাগজপত্র ঠিক করতে সময় দেয়া হয়েছে।এ ছাড়াও হোমনা মডার্ন হসপিটালে অভিযানকালে  কাউকে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ হসপিটাল বন্ধ করে চলে যায়।এছাড়াও অব্যবস্থাপনার অভিযোগে মদিনা চক্ষু এন্ড জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. আবদুস ছালাম সিকদার, হোমনা থানার এস আই মো. সেলিমসহ থানা পুলিশের একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top