এসপি নরসিংদীর তৎপরতায় ঢাকা ইমিগ্রেশন পুলিশের সহায়তায় কাতার চলে গিয়েও শেষ রক্ষা হলো না হত্যা মামলার অন্যতম আসামী মাস্টার মাইন্ড রাসেল

জেলা প্রতিনিধি নরসিংদী,রাছিফুল ইসলাম:-

এ সংক্রান্তে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

গত ২৮/০৫/২০২৪খ্রিঃ রাত অনুমানিক ২৩.৫৫ ঘটিকায় নরসিংদী জেলার মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান সঙ্গীয় লোকজন নিয়ে বাড়ী ফেরার পথে মাধবদী থানাধীন ভগিরথপুর সাকিনস্থ আকিবুর এর এমব্রয়াডারি কারখানার সামনে পাকা রাস্তার উপর পৌছলে পূর্ব হতে ওৎপেতে থাকা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে এবং কয়েকটি ককটেল বিষ্ফোরন ঘটায়। উক্ত ঘটনায় সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান এবং তার সঙ্গীয় সাইদ হাসান পাপ্পু ও ফরহাদ আহত হয়ে মাটিতে পড়ে যায়। দুষ্কৃতিকারীরা সাবেক চেয়ারম্যাান মাহবুবুল হাসান এর মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রæত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আহতদের দ্রæত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে মৃত ঘোষনা করেন এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় মৃত মাহবুবুল হাসান এর ভাই হাফিজুল্লাহ এর অভিযোগের প্রেক্ষিতে এজাহারনামীয় ২২ জন ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মাধবদী থানার মামলা নং-২৬, তারিখ-৩০/০৫/২০২৪খ্রিঃ ধারা-১৪৩/৩৪২ /১২০(বি)/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৪ পেনেল কোড তৎসহ ১৯০৮ সালে বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ রুজু করা হয়। ঘটনার পরপরই পুলিশ সুপার নরসিংদী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলা রুজুর পর নিজেই মামলা তদারকির দায়িত্ব গ্রহণ করেন।

মামলার এজাহারনামীয় ২নং আসামী উক্ত ঘটনার মাষ্টার মাইন্ড রাসেল মাহমুদ ২৯/০৫/২০২৪খ্রিঃ দিবাগত রাত ০৪.০০ (৩০/০৫/২০২৪খ্রিঃ) কাতার এয়ারলাইন্স যোগে কাতার হয়ে দক্ষিন আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়। খবর পেয়ে পুলিশ সুপার নরসিংদীর নির্দেশে মাধবদী থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। জেলা পুলিশের যৌথ টিম বিমান বন্দরে যখন পৌছান তখন মাষ্টার মাইন্ড রাসেলকে বহনকারী কাতার এয়ারলাইন্স এর বিমানটি রানওয়েতে অবস্থান করছিল এবং একটু পরেই বিমানটি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে পুলিশ সুপার নরসিংদী শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকার ইমিগ্রেশন পুলিশের সাথে মাষ্টার মাইন্ড রাসেলের তথ্যাদি নিয়ে যোগাযোগ করে তাকে ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। ঢাকার ইমিগ্রেশন পুলিশ কাতার ইমিগ্রেশন পুলিশের সাথে যোগযোগ করলে আসামী রাসেল মাহমুদ কাতার বিমান বন্দরে পৌছার সাথে সাথেই তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ ১২ ঘন্টা আটকিয়ে রেখে ফেরত ফ্লাইট যোগে বাংলাদেশে প্রেরণ করে। মাষ্টার মাইন্ড রাসেল মাহমুদ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছলে ঢাকা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং নরসিংদী জেলা পুলিশের নিকট ৩১/০৫/২০২৪খ্রিঃ ভোর ০৪.০০ ঘটিকায় হস্তান্তর করে।

তাকে জেলা পুলিশের নিকট হস্তান্তর করার পর জেলা পুলিশের যৌথ টিম তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা আমরা যাচাই বাছাই করছি। অধিক তথ্যের জন্য আজকে আমরা ৭দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে তাকে প্রেরন করেছি। বিজ্ঞ আদালত রিমান্ড দিলে আমরা পরবর্তীতে তথ্যের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি হত্যা কান্ডটি ঘটনার ৭২ ঘন্টার মধ্যে ০৬ জন এজাহারনামীয়সহ ০৮জনকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা
১। রাসেল মাহমুদ(৪৫) পিতা-হাবিবুর রহমান সাং-পৌলানপুর থানা-মাধবদী জেলা-নরসিংদী এর বিরুদ্ধে নি¤œ লিখিত মামলা রয়েছে-
ক। মাধবদী থানার মামলা নং-১১, তাং-১১/০৫/২০২৪খ্রিঃ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৬/ ৩৮০/৪২৭/৫০৬(২) দঃ বিঃ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬।
খ। নরসিংদী মডেল থানার মামলা নং-৭২ তাং-২১/০২/২০১৫খ্রিঃ ধারা-১৪৩/৩২৪/৩৭৯ দঃ বিঃ

২। মোঃ হিমেল মিয়া (৪৩) পিতা-মোঃ হাবিবুর রহমান সাং-পৌলানপুর থানা-মাধবদী জেলা-নরসিংদী এর বিরুদ্ধে নি¤œ লিখিত মামলা রয়েছে
ক। মাধবদী থানার মামলা নং-২৩, তাং-১৭/১২/২০২০খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬ দঃ বিঃ
খ। মাধবদী থানার মামলা নং-১১, তাং-১১/০৫/২০২৪খ্রিঃ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৬/ ৩৮০/৪২৭/৫০৬(২) দঃ বিঃ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬।
গ। নরসিংদী মডেল থানার মামলা নং-৭২ তাং-২১/০২/২০১৫খ্রিঃ ধারা-১৪৩/৩২৪/৩৭৯ দঃ বিঃ

৩। জুয়েল মিয়া (৩৯) পিতা-মোঃ হাবিবুর রহমান সাং-পৌলানপুর থানা-মাধবদী জেলা-নরসিংদী এর বিরুদ্ধে নি¤œ লিখিত মামলা রয়েছে
ক। নরসিংদী মডেল থানার মামলা নং-৩ তাং-০১/১১/২০১৩খ্রিঃ ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(ক)

খ। নরসিংদী মডেল থানার মামলা নং-১৬ তাং-০৫/০৭/২০১৫খ্রিঃ ধারা-আইন শৃংখলা বিঘœকারী অপরাধ দ্রæত বিচার আইন-২০০২ (সংশোধনী-২০০৯) এর ৪/৫

গ। নরসিংদী মডেল থানার মামলা নং-৩০ তাং-০৫/০৭/২০১৫খ্রিঃ ধারা-আইন শৃংখলা বিঘœকারী অপরাধ দ্রæত বিচার আইন-২০০২ (সংশোধনী-২০০৯) এর ৪/৫

ঘ। মাধবদী থানার মামলা নং-১১, তাং-১১/০৫/২০২৪খ্রিঃ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৬/ ৩৮০/৪২৭/৫০৬(২) দঃ বিঃ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬।

৪। মোঃ নবেল মিয়া (২৮) পিতা-মোঃ হাবিবুর রহমান সাং-পৌলানপুর থানা-মাধবদী জেলা-নরসিংদী

৫। মোঃ হাবিবুর রহমান(৬৫) পিতা-মৃত কদম আলী সর্ব সাং-পৌলানপুর থানা-মাধবদী জেলা-নরসিংদী

৬। মোঃ রাব্বী (১৯) পিতা-মোহাম্মদ আলী সাং-খানপাড়া থানা-গোপালপুর জেলা-টাংগাইল।

৭। মোঃ মিঠু (৩৫) পিতা-আব্দুর রহিম সাং-উত্তর ভরতের ছডা থানা-ভুরুঙ্গামারী জেলা-কুরিগ্রাম উভয় বর্তমানে ওবাইদুল টেক্সটাইল মিলস ভগিরতপুর থানা-মাধবদী জেলা-নরসিংদী
৮। মোঃ লিপু মিয়া (৪৫) পিতা-জমির উদ্দিন সাং-কবিরাজপুর থানা-মাধবদী জেলা-নরসিংদী

উদ্ধারকৃত আলামত
১। হত্যাকান্ডে ব্যবহৃত ১টি চাপাতি

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top