নরসিংদীর মনোহরদীতে অসহনীয় লোডশেডিং।

received_825206059480067.jpeg

মনোহরদী প্রতিনিধি:-

নরসিংদীর মনোহরদীতে লোডশেডিং বন্ধের দাবী জানিয়েছে পল্লীবিদ্যুৎ গ্রাহক। মনোহরদী উপজেলা প্রেসক্লাবকে তারা জানান, লোডশেডিংয়ের কারণে প্রচন্ড গরমে আমরা দূর্বিসহ জীবন-যাপন করছি। প্রচন্ড গরম থাকায় শিশু-বাচ্চা নিয়ে রাতে ঘুমাতে পারছি না। শিশু বাচ্চাসহ বয়ঃবৃদ্ধরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিত পড়া-লেখা করতে পারছে না। অত্যাধিক লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। ফ্রিজে থাকা খাবার নষ্ট হচ্ছে।

মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না,যার ফলে অন-লাইন কার্যক্রমসহ মোবাইলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। মনোহরদীতে দিনে সার্বসাকূল্যে ৩০/৪০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। স্থানীয় বিদ্যুৎ অফিস থেকে সমস্যা সমাধানের জন্য ১০ দিনের সময় নেয়া হলেও পনের দিন পেরিয়ে গিয়েছে তারপরও সমস্যাটি সমাধান হয়নি।এমতাবস্থায় আমরা পল্লীবিদ্যুৎ গ্রাহকেরা মনোহরদীবাসীর কষ্টলাঘবে লোডশেডিং বন্ধ করে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এম.পি, শিল্পমন্ত্রী ও স্থানীয় সাংসদ সদস্য,নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এম.পি,চেয়ারম্যান বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড,ডিজিএম নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন মনোহরদী জোনাল অফিস মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top