মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে আবুল হোসেন নামে সাবেক এক ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনটি ঘটেছে সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাও গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন এর বাড়িতে।
এঘটনায় আবুল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ সজিব ও কাউছার গংদের অভিযুক্ত করে তিতাস থানায় লিখিত অভিযোগ করেছেন।
এবিষয়ে আবুল হোসেন বলেন, আমার বাবার ক্রয়কৃত জায়গায় প্রতিবেশী মৃত সইলান মিয়ার ছেলে সজিব ও কাউছার গং জোরপূর্বক নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে এসময় আমি বাঁধা দিলে কাউছার আমাকে বাড়ি থেকে বের হতে দিবেনা, যদি বাড়ি থেকে বের হই তাহলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং পুলিশ এসে তদন্ত করে গেছে। আমির এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত সজিব মিয়া বলেন, আমরা আমাদের পৈতৃক জায়গায় ঘর উঠাচ্ছি। আবুল মেম্বার আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ এনে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। তিনি আরও বলেন এই জায়গা নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) পুষন বলেন, ওসি স্যারের নির্দেশে অভিযোগের তদন্ত প্রাপ্তি হয়ে সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি এবং বুধবার সকাল দশটায় উভয়ের কাগজপত্রসহ গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে থানায় আসতে বলছি।