লক্ষ্মীপুরে কিশোর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪,

received_1130551387850676.jpeg

মো: রাসেল,স্টাফ রিপোর্টার:
গন্ধব্যপুর কিশোর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরস্কার

বিতরণী অনুষ্ঠান ২০২৪
লক্ষ্মীপুর সদর মান্দারী ইউনিয়ন মৌলভী আনছার উল্ল্যাহ বাড়ির সংলগ্নে,

শুক্রবার, (১৬ই ফেব্রুয়ারি) বিকেল ৪ টা এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রুবেল হোসেন পাটোয়ারী, (চেয়ারম্যান) ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি, হিসেবে

উপস্থিত ছিলেন এ. কে. এম সালাউদ্দিন টিপু, (চেয়ারম্যান) লক্ষ্মীপুর সদর উপজেলা, বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন ফারুক হোসেন (প্যানেল) চেয়ারম্যান, ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদ।
আমন্ত্রিত অতিথি আবু তালেব, সভাপতি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলী। ওমর ফারুক, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড।

রেজাল্ট ইসলাম খান সুমন, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক। মোরশেদ আলম, সাবেক প্যানেল

চেয়ারম্যান ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদ। কুদ্দুস পাটোয়ার, যুগ্ম আহবায়ক১৪ নং মান্দারী ইউনিয়ন যুবলীগ।আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা সভাপ্রতিত করেন,রিয়াদ হোসেন খোকন, আহ্বায়ক

১৪ নং মান্দারী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সার্বিক সহযোগিতা করেন, মো রাজু, সোহেল রানা,

আব্দুর রহমান মুন্সী, ও আরিফ হোসেন। মোট এই টুর্নামেন্টে ১২ দল অংশগ্রহণ করে।ফাইনালে উত্তীর্ণ হয়। একতা ইস্পোর্টিং ক্লাব,মেরিন স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন হয়, এক কথায় স্পোর্টিং ক্লাব।

পরে বিজয় ও রানার্স আপ দের হাতে টফি ও প্রাইজ ব্যান্ড
তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top