লক্ষ্মীপুরের অস্ত্র ও চোরাই মোটর সাইকেল সহ দুই যুবককে আটক

received_1079130046564429.jpeg

স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দওপাড়া এলাকা থেকে অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ মোঃ রাসেল (২৪) ও মোঃ ইমরান (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ দেওপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার দো-চালা ঘর থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে।

এসময় পুলিশ তাদের কাছ থেকে বিদেশী পিস্তল উদ্ধার করে। আটককৃত রাসেল দওপাড়া এলাকার খালেকের ছেলে এবং ইমরান একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-৭, তারিখ- ৬/২/২৪সহ আলাদা ২টি মামলা করা হয়েছে।

এ দিকে, বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রেসব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top