লক্ষীপুর মান্দারী উইনার রেসিডেন্সিয়াল হাই স্কুলের উদ্যোগে পিঠা উৎসব আয়োজন।

received_422964066737266.jpeg

মো: রাসেল,স্টাফ রিপর্টার:
লক্ষীপুর মান্দারী বাজার উইনার রেসিডেন্সিয়াল হাই

স্কুলের উদ্বেগে, পিঠা উৎসব আয়োজন করা হয়। ৬ ই ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কমার্সিয়াল মার্কেটের সামনে, এ আয়োজন করা হয়। এ সময় অনেক গুলা পিঠার

স্টেজ বসানো হয়। এতে ১শত রকমের নকশি করা পিঠা দেখা যায়।

ব্যাস্ততার মাঝে হারিয়ে যাচ্ছে এসব ঐতিহ্য, তাই এখন আর শীত আসলেই দেখা যায় না ঘরে ঘরে পিঠা পুলির আয়োজন। বিলুপ্ত প্রায় এই সংস্কৃত কে ধরে রাখতেই মুলত এ আয়োজন করা

হয়েছে। পিঠা উৎসব এর অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলাওয়াত এর মাধ্যমে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু তালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত: ছিলেন মান্দারী ইউনিয়নের চেয়ারম্যান রুবেল পাটোয়ারী,
উইনার রেসিডেন্সিয়ালে হাই স্কুলের চেয়ারম্যান: কাউসার হামিদ, সাংবাদিক : ডাক্তার

কামালুর রহিম সমর, মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক: গিয়াস উদ্দিন, মান্দারী চ্যানেল ফ্যাশনের কর্ণধর: মো: সুমন।এ সময় আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top