মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ;
সুনামগঞ্জের ছাতকে ১২৬ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সুরমা ব্রিজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) দুপুরে সুরমা নদীর উপর ৪০৩ মিটার দৈর্ঘ্য ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের ১৫০ টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধন ঘোষণার পর মুহিবুর রহমান মানিক এমপি ছাতকে সুরমা ব্রিজের ফলক উন্মোচন করেন।
সুরমা ব্রিজ উদ্বোধন উপলক্ষে ছাতক সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ব্রিজের টোল প্লাজার কাছে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন এবং যুবলীগ নেতা আবুল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্টিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক,সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু,সিলেট সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমেদ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,জেলা পরিষদ সদস্য, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক,পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,দোয়ারাবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, গয়াস আহমেদ আব্দুল হামিদ,বিল্লাল আহমদ,ইজ্জত আলী, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, কাজী আনু মিয়া,আহমদ আলী আপন,জসিম উদ্দিন মাস্টার,প্রবাসী আওয়ামীলীগ নেতা মুহিতুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।
বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগ ছাতকের উপ বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড,. আশিক আলী, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক,সাবেক চেয়ারম্যান আমিরুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ সরকুম ও পবিত্র গীতা পাঠ করেন বাবুল রায়।
সভায় চান মিয়া চৌধুরী,সামসুজ্জামান রাজা,আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা আকবর আলী, কালিদাস পোদ্দার,ইশতিয়াক তানভীর,আবুল হাসনাত, সিরাজুল হক, মোশাহিদ আলী,আলা উদ্দিন, মুহিবুর রহমান তালুকদার টুনু, আসকির আলী,ছমরু মিয়া তালুকদার,নজমুল হোসেন,রফিকুল ইসলাম কিরণ,খায়রুল হুদা,আব্দুর রহিম, সজিকুল ইসলাম বাবুল,সাবেক কমিশনার আছাব মিয়া,সৈয়দুল ইসলাম,আব্দুল জলিল,আবু হানিফা সায়মন, রঘু মনি সিংহ,মিলন সিংহ,মনজুর আলম,হাজী জয়নাল আবেদিন কৃপেশ চন্দ আব্দুল মালিক মেম্বার, আমতর আলী মেম্বার,সফিক আলী মেম্বার, কুহিন চৌধুরী, ফজলু মিয়া মেম্বার,সাদমান মাহমুদ সানি, সহিদুর ইসলাম,জাকির হোসেন,আব্দুস সাত্তারসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা, ছাতক পৌরসভা আওয়ামীলীগ,যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।