গজারিয়ায় প্রতিনধি:-
মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বি,এন,পি’র সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ নেতা কর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে ।
শনিবার(২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চর বলাকী গ্রামের আওয়ামী লীগের কর্মী শুক্কুর আলী (৪০) ও শাহাদাত (৩২) ও বি,এন,পি কর্মী আনোয়ার হোসেন(৪০),জান্নাত (২৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,গত ১৮ নভেম্বর হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে স্থানীয় বিএনপি কর্মী মাহফুজ প্রধানসহ কয়েকজন বিএনপির সমর্থকের সাথে আওয়ামী লীগ সমর্থকদের মারামারির ঘটনা ঘটে ছিলো। তখন থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো ।গত শুক্রবার সন্ধায় ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি মো:মাহফুজ প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের কর্মী সমর্থক’রা।এসময় তাঁরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর ছবি ছিঁড়ে ফেলে।
ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি মো:মাহফুজ প্রধান বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগ প্রভাব বিস্তার করে এই এলাকার মানুষের ঘুম হারাম করে ফেলেছে। আজও হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টুর নির্দেশে আমাদের বিএনপির ক্লাব ভাঙচুর ও নেতাদের ছবি ছিঁড়ে ফেলে দেয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গজারিয়া উপজেলা বি,এন,পি’র আহবায়ক কমিটির সদস্য মো:জাহিদ হোসেন বলেন,৫ই আগষ্টের পর চর বলাকীতে বি,এন,পি’র অফিস করার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ ক্ষিপ্ত ছিল,যার ফলে আজকের এই হামলা।
তবে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু বলেন,এটা রাজনৈতিক কোন বিষয় না,যা ঘটেছে তা পূর্ব শক্রতার জেরে।স্থানীয় বি,এন,পি রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:মাহবুবুর রহমান বলেন, মামলা প্রক্রিয়াধীন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।