শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে সংগঠনকে গতিশীল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় নারায়ণপুর ইউনিয়নের ইকরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালেশিয়া সেচ্ছাসেব দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাবেক উপজেলা যুবদলের সভাপতি আসলাম হোসাইন মাঝি। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন রাড়ী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আখন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পল্টন মাঝি, সাধারণ সম্পাদক আলী আশ্রাফ বাবুল মাদবর।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: সেলিম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জল ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল রাড়ী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন সরদার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতি এসকান্দার ছৈয়াল, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাওলাদার, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সায়েম খাঁন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরদার, নারায়নপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুজন বেপারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।