শাহিন আহমেদ :
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন পি সি রোড় কলকা সিএনজি পাম্পের পাশে ১৫ ৬ ২০২২ সময় ২.৪৫ মিনিট কাভারভ্যান ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন ঘঠনাস্হলে নিহত হয়েছেন। দুজনই মটরসাইকেলের আরোহী।
নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাদের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘাতক কাভারভ্যান আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ তবে ড্রাইভার ও হেল্পার পলাতক। কাভারভ্যানের নাম্বার চট্টমেট্রো ১১-৮৪৬৫, মটর সাইকেল নাম্বার চট্টমেট্রো (হ)২০-২৪৯৯ এই বিষয়ে চট্টগ্রাম পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজ রহমান দৈনিক দিন প্রতিদিন কে বলেন- লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করতেছি তাদের পরিচয় জানার জন্য।
আর কাভারভ্যানের ড্রাইভার ও হেল্পার পলাতক আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি