স্টাফ রিপোর্টার :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী সরকারের পতন ঘটলেও পতন হয়নি যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর,আওয়ামী লীগের মতাদর্শী অধ্যক্ষ মরিয়ম বেগম।
প্রতিষ্ঠানের শিক্ষকদের ১২ মাসের বেতন বন্ধ করে অন্যায় ভাবে অর্থ আত্মসাৎ করে। আওয়ামী সরকারের শাসন আমলে ঢাকা-৫ আসনের এম.পি’র নিকটতম ছিলেন তিনি। এলিভেটেড এক্সপ্রেস এর প্রায় ৮ কোটি টাকা এবং স্কুলের ফান্ড থেকে অর্থ আত্মসাৎ, প্রতিষ্ঠানের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত সেশন চার্জের অর্থ আত্মসাৎ করে এর অভিযোগের তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করছি।
স্বৈরাচারের এই দোসর এতো দুর্নীতির পরও কোন এক অদৃশ্য শক্তির আশ্রয় এবং প্রশ্রয়ে পুনরায় আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে বসে আরো জোরালোভাবে আর্থিক অনিয়ম ও নানা দুর্নীতি করছে।
বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির সাথে বিগতসময় জড়িত সাবেক এম.পি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ সভাপতি দায়িত্বে থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতি করেন। এ কারণে দুর্নীতি দমন কমিশনে এখনো মামলা চলমান আছে। ভবিষ্যতে আর কোন অন্যায় অনিয়ম দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়মের নেতৃত্বে নতুন যে অপকর্ম ও দুর্নীতি চলছে তাতে করে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, এলাকার জনগণ ক্ষুব্ধ।
এই বিষয়ে তড়িৎ গতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলো।অন্যথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার কর্তৃপক্ষ বহন করবে।