নৌকায় ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিন ,বাউফলে পানি সম্পদ প্রতিমন্ত্রী

Screenshot_20230915_175938.jpg

মোঃ ফিরোজ বাউফল প্রতিনিধি:

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বস করে বলেই দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত গোপালীয়া এলাকায় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, এখন জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে। আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে সহযোগিতা করলে ভাঙ্গনরোধে মেগা মেগা প্রকল্প নেয়া হবে।
জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার । শেখ হাসিনা সরকার গঠন করেছেন বলে এ দেশে এতো বেশী উন্নয়ন হয়েছে। যা অতিতে কোন সরকারের আমলে হয়নি। ঢাকা থেকে দক্ষিনের মানুষ যাতে সড়ক পথে সল্প সময়ে বাড়ি ফিরতে পারেন এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। পায়রা সেতু নির্মাণ করেছেন। এ ছাড়াও লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস,পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল,পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কোস্ট গার্টের দপ্তর নির্মাণ করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনে সহয়তা করবেন। তিনি বাহেরচরে উত্তর পার রগুনউদ্দিনকে ভাঙ্গনরোধের প্রকল্পের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুর রহমান, পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, বাউফলের ইউএনও মোঃ বশির গাজী।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top