জাতীয় স্মৃতিসৌধের সামনে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

Messenger_creation_2059376271202499.jpeg

রিপোর্টার,মোঃ মাজেদুল ইসলাম:-

সাভার উপজেলার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে সচেতন ছাত্র জনতার ব্যানারে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় সচেতন ছাত্র জনতার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সচেতন ছাত্র জনতা সাভার মানববন্ধনে আশুলিয়া কমিটির আহবায়ক মোঃ আল মামুনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।
এসময় বক্তারা ১৪ দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে কোন কুলাঙ্গার মানহানি করলে শরিঈ মোতাবেক শাস্তি দাবি’সহ পাঠ্যক্রমে দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রনয়ন ও কুফরি আইন পাস না করার আহব্বান জানান। তাছাড়া পাহাড়ী উপজাতিদের আদিবাসী বলা যাবেনা বলে বক্তব্য রাখাসহ নারিকেল জিঞ্জিরা দ্বীপে ভ্রমণে সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন।
বক্তারা আরো বলেন, জরায়ু ক্যানসার প্রতিরোধের টিকার নামে মেয়েদের বন্ধাত্ব করা যাবেনা। বসতবাড়িতে নতুন গ্যাস সংযোগ দেয়া’সহ ভারত থেকে পাথর আমদানি বন্ধ করার দাবি জানান তারা।
এছাড়াও পলিথিন নিষিদ্ধ না করে রিসাইক্লিং পদ্ধতি চালু করণ ও মুসলমানদের বাকস্বাধীনতা হরণ না করার দাবি পেশ করেন।
মানববন্ধনে সংগঠনের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top