স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জ মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের হরষপু রেল স্টেশনের দোকানে আগুন লেগে পুড়ে ছাই তিনটি দোকান,,
অদ্য০২/১২/২০২৪ রোজ (সোমবার)
আগুনের সূত্রপাত ঘটে
আনুমানিক ১২:৩০ মিনিটে
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এ নিয়ে জানতে চাওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন মিয়া জানান,,আমাদের ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনি,, আগুনের সূত্রপাত কোথা থেকে হইছে এখনো যানা যায়নি
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা।
একজন মুদির দোকান
মফিজুল ইসলাম পিতা: মৃত শহিদ (মহাজন) গ্রাম:শিবরামপুর
দ্বিতীয়জন হলেন,, লেপের দোকান আমিনুল ইসলাম পিতা:মৃত আ:রহমান গ্রাম :আমবাড়িয়া
অন্য জন হলেন,মুসতাফিজুর রহমান (জুয়েল)পিতা:মৃত সুন্দর আলী গ্রাম:সোয়াবই
এখন তারা দোকানপাট হারিয়ে নিঃস্ব সরকারের কাছে দাবি তারা পূনরায় গুড়ে দারানোর জন্য ব্যবস্হা করা হয়।