মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে স্পিকার বাজানো নিষেধ করায় ছাদির মিয়া (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে জখম করেছে একদল যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মধ্যে পাড়া জিয়াউর রহমানেরর বাড়ির সামনে। আহত ছাদির মিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী রাহিমা বেগম তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহতের স্ত্রী রাহিমা বেগম বলেন, মঙ্গলবার রাতে একই গ্রামের শহিদ মিয়ার ছেলে রুহুল আমিন, আল-আমিন ও তারা মিয়ের ছেলে মেহেদী ও মারুফসহ ৭/৮ জনের একদল যুবক বাড়িরর সামনে রাস্তায় দিয়ে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজিয়ে উৎশৃংখল ভাবে গাল-মন্দ করে যাচ্ছিল। এতে আমার স্বামী ঘর থেকে বের হয়ে তাদেরকে উচ্চস্বরে স্পিকার বাজানো ও গাল-মন্দ না করতে নিষেধ করলে তারা আমার স্বামীর সাথে তর্কবির্তক জড়িয়ে পরে। এক পর্যায়ে আমার স্বামীকে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরের দিন বুধবার সকাল ৮ টায় আমার স্বামী গাছ কাটার কাজে যাওয়ার সময় জিয়াউর রহমানের বাড়ির সামনে পৌছালে রুহুল আমিন, আল-আমিন, মেহেদী ও মারুফসহ ৭/৮ জনের একদল যুবক পথরোধ করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে মাটিতে ফেলে চলে যায়। বর্তমানে আমার স্বামী আশংঙ্কাজনক অবস্থায় তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আমি দ্রুত হামলা কারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।