মোঃসুমন মিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:-
পীরে কামেল আলহাজ্ব আবুবকর ** আব্দুল হালিম হুছাইনিয়া(রঃ) ** ৫৫তম বার্ষীক ইছলাহী ও তালিমী জলছার কার্যকম শুরু এবং খুঁটি উদ্বোধন করেন জুম্মাবাদ। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া হুছাইনীয়ার পিস্নিপাল মাও: রশিদ আহম্মদ জাহাঙ্গীর হুছাইনী,উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রেনু সাহেব, হুজুরের দোহিদ্র পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক জনাব শিব্বীর 0হুছাইনী,হুছাইনীয়া স্বেচ্ছাসেবী তাওহিদী যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক জনাব এনামুল হক মাস্টার,সহ সভাপতি জনাব আব্দুর জব্বার সুমন,সহ সভাপতি আল আমিন, সাংগঠনিক সম্পাদক পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজার শাহ্ আলম বিশাল, ভয়ের অব পাকুন্দিয়ার এডমিন জনাব আবু রায়হান সহ হুছাইনীয়া স্বেচ্ছাসেবী তাওহীদী যুব সংঘের সকল আঞ্চলিক শাখার সভাপতি, সম্পাদক, সম্মানিত সদস্য বৃন্দ ও হুজুরের আশেকান ও মুরিদান উপস্থিত ছিলেন।সবাইকে জলছার সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতার জন্য আহ্বান করছি।সেই সাথে আগামী ১৮ ও ১৯ শে ফেব্রুয়ারি জলাছায় আসার জন্য দ্বীনি দাওয়াত রইলো।