স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর সদর ৩ আসনের মনোনীত প্রার্থী, গোলাম ফারুক পিংকু। ২০ শে ডিসেম্বর, বুধবার দুপুর ২ টা মান্দারী ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন। তৃণমূল্য নেতাকর্মীরা কখনো টাকার কাছে বিক্রি হবে না। কালো টাকা দিয়ে ভোট কিনা
যায় না। ভোট পাইতে হলে ভালবাসা লাগে। নেতা কর্মীদের পাশে থাকতে হয় আমি দুঃ সময় নেতা কর্মীদের পাশে ছিলাম। এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই এলাকায় যেসব কাজগুলা
হয় নাই, আমি সেগুলা করব। আমাদের চন্দ্রগঞ্জে একটা উপজেলা দরকার। যদি আমি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ সেটা আমি করব। আমি আপনাদের সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।
মান্দারী গণসংযোগ শেষ করে। আমিন বাজার, ওয়াপদা বাজার, গুডলীরহাট, ভেলী মার্কেট, ও তেরীগন্জ বাজারে, এসে শেষ করেন।