আশুলিয়ায় গার্মেন্টস কর্মী কে গণধর্ষণের ঘটনায় জড়িত ৫ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৪‌।

received_3615172738800978.jpeg

মোঃ সোহেল রানা:-

ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার গার্মেন্টস কর্মী’কে পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মনিরুল ইসলাম পাপ্পুসহ ০৫ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৪।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় এক গার্মেন্টস কর্মী’কে পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মনিরুল ইসলাম পাপ্পুসহ নিম্নোক্ত ০৫ জন ধর্ষক’কে গ্রেফতার করতে সমর্থ হয়।১,মোঃ মনিরুল ইসলাম পাপ্পু (২৫), জেলা-ঢাকা।২,মোঃ আহসান আহম্মেদ রায়হান (২২), জেলা-ঢাকা।৩,মোঃ রফিকুল মিয়া (২২), জেলা-রংপুর।৪,মোঃ আরাবি হুসাইন শান্ত (১৯), জেলা-ফরিদপুর।৫,মোঃ জুয়েল (২২), জেলা-কিশোরগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে র‌্যাব-৪ কে জানায়, তারা উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত এবং তাদের কৃত অপরাধের কথা স্বীকার করে। ঘটনার বিবরণ ও আসামীদের স্বীকারোক্তিতে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন গার্মেন্টস কর্মী। গত ২২/০২/২০২৪ তারিখ ভিকটিম তার বান্ধবীসহ আশুলিয়ার নিশ্চিন্তপুর স্কুল মাঠে ঘুরতে যায়। সেখানে কয়েকজন যুবক ভিকটিমসহ তার বান্ধবীর মোবাইল ফোন ও টাকা পয়সা জোরপূর্বক কেড়ে নেয়। পরবর্তীতে ২৩/০২/২০২৪ তারিখ গ্রেফতারকৃত আসামীরা টাকা ফেরত দেওয়ার কথা বলে ভিকটিমকে আশুলিয়ার ইয়ারপুরের বাঁশ বাগান নামক স্থানে আসতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে ধৃত আসামীদের কথামতো একই স্থানে গেলে ধৃত আসামিরা বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেয়। ভিকটিম তাদের কথায় রাজি না হয়ে ঘটনাস্থল হতে নিজ বাসায় চলে আসে।পরবর্তীতে ভিকটিমকে পুনরায় টাকা ফেরত দেওয়ার কথা বলে কৌশলে একই স্থানে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ধৃত আসামীরা পূর্বপরিকল্পনা মোতাবেক বাঁশ বাগানের ভিতরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রর্দশনপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম কোন উপায় না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনকে আসতে দেখে আসামীরা ঘটনাস্থল হতে দ্রুত কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ গণধর্ষণকারীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top