বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন জুয়েলার্স এসোসিয়েশন এর উদ্যােগে বর্ণাঢ্য আয়োজনে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ১০টায় বোরহানউদ্দিন পশ্চিম বাজার হতে ”সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” এই স্লোগান কে সামনে রেখে শোভাযাত্রা শুরু হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা শেষে ফুড পার্ক চাইনিজ রেষ্টুরেন্টে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এর পর উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি বিল্টু চন্দ্র দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন মিয়া। এসময় উপজেলা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নুরে আলম, উপজেলা এসোসিয়েশন এর নেতৃত্ব বৃন্দ সহ বিভিন্ন বাজার কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি বিল্টু চন্দ্র দাস জানান, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর সভাপতি আব্দুস সোবহান মিয়ার নির্দেশক্রমে উপজেলায় ঝাঁক জমক ভাবে দিনটি পালন করেছি।