নিজস্ব প্রতিবেদক :-
অদ্য ১১/০৪/২০২৪ খ্রিঃ সময়: ১৪-৫৪ ঘটিকা ১১ নং পন্টুনের সামনে, সদরঘাট লঞ্চঘাট, ঢাকা। এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ নামক দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিলো।
এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে একই পরিবার এর ৩ জনসহ পাঁচ জন যাত্রী (মহিলা -১,পুরুষ-৩ শিশু -১) লঞ্চে উঠার সময় গুরুতর আহত হয়। সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেয়া হয়।পরবর্তীতে ৫ জন ই মৃত্যু বরণ করেন।
এবং এই ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মোঃ রফিকুল ইসলাম কমিটির আহ্বায়ক, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মোঃ কবীর হোসেন কমিটির সদস্য। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের নিকট প্রতিবেদন পেশ করবেন বলে জানায় মো. জাহাঙ্গীর আলম খান,
সিনিয়র তথ্য অফিসার,নৌপরিবহন মন্ত্রণালয়।