সংসদীয় কমিটি লাইট-এসি বন্ধ রেখে বৈঠক করল

hhh.jpg

চলমান বৈশ্বিক পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষের সব বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রেখে বৈঠক করেছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে এটা অনুসরণের জন্য অন্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, মোছা. খালেদা খানম ও নার্গিস রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য তালিকা কমিটিতে উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনা শেষে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের বিপরীতে ঋণ ও ঋণের সুদ পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে সরকারি স্থাপনাগুলোতে জরুরি ভিত্তিতে এনার্জি অডিট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ইতোমধ্যে সমাপ্ত হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত যানবাহনসমূহ থেকে কয়েকটি প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরকে বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top