গাজীপুর গাছা থানাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড

received_1149588072948590.jpeg

রিপোর্টার,মোঃ আব্দুল হামিদ (গাজীপুর):-

গাজীপুরে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত এর সময় অবৈধ গ্যাস সংযোগের ।১৫টি বাড়ির ২০০ শত চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সহ অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় গতকাল সোমবার দিনব্যাপী গাজীপুর মহানগরে গাছা থানাধীন বড় বাড়ি কুনিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন অভিযান কালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিস এর উপব্যবস্থাপক সেক জাবেদ নূরানী , উপব্যবস্থাপক এইচ ফয়সাল আহমেদ সহ, আরো অন্যান্য কর্মকর্তা ছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান সদস্যরা । তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায় , অবৈধ গ্যাস সংযোগে দায়ে ভ্রাম্যমান আদালত বড় বাড়ির বুনিয়া এলাকার মনিরকে এক লক্ষ, আশা আক্তার কে ৫০০০০ হাজার, মামুন মির্জা কে ১০ হাজার ও চুন্নু মিয়াকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করে ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top