মুজাহিদ সরকারঃ
অবশেষে সুদীর্ঘ অপেক্ষার পর কেন্দ্রীয় নির্দেশে দীর্ঘ প্রায় দেড়যুগ পর আগামী ৩০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ইটনা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ কলেজ মাঠে ও আব্দুল হামিদ অডিটোরিয়ামে দুটি অধিবেশনে হবে এই ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। তাই সেই অনুযায়ী সেখানে চলছে নানা প্রস্তুতি। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলার গ্রামসহ বিভিন্ন গুরুত্বপূরর্ণ স্থান।অপর দিকে ফেসবুক জোরে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা।
আওয়ামী লীগের এই ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলা ব্যাপি শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশ। চাঙ্গা হয়ে উঠেছে তৃণমুলের নেতা কর্মীরা। কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগেের সম্মেলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও হাওর উপজেলায় সম্মেলন নিয়ে তৈরি হয়েছে ঈদের আনন্দের উচ্ছাস।
ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কে কোন পদে স্থান পাচ্ছেন এ নিয়ে চলছে নানা জল্পনা নেতা কর্মী সমর্থক ও সাধারন মানুষের মাঝে।
অন্যদিকে পদ প্রত্যাশীরা দিচ্ছেন দায়িত্বে যেতে পারলে উপজেলা আওয়ামী লীগ কে ডেলে সাজানোর বিভিন্ন পরিকল্পনা।
সভাপতি পদে প্রার্থী হিসেবে মাঠে আছেন ইটনা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এবং বর্তমান সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে আছেন যুগ্ন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (খসরু ঠাকুর) ,আওয়ামী লীগ নেতা মো. জিল্লুর রহমান, ইটনা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাপস রায়।
উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বলছে, আশা করি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ীই একটি সফল কাউন্সিলের মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দেবেন এবং তৃণমূল নেতাকর্মীরা দাবি জানাচ্ছে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের পরপর-ই অঙ্গসংগঠনের কমিটি গুলো গঠন করে নতুনদের সুযোগ দেওয়ার।