আইয়ুব আলী, হোমনা :
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা হয়। খেলায় নিলখী ইউনিয়ন একাদশকে ১ -০ গোলে হারিয়ে হোমনা পৌরসভা চ্যাম্পিয়ন হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
এ সময় উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, ওসি মো. সাইফুল ইসলাম, আওয়ামী সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন খন্দকার, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান,ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ কয়েক শতাধিক দর্শক খেলা উপভোগ করেন।