রিদওয়ানুল হক
অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাচ্ছে না এই সিরিজ।কুঁচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি শান্ত। তাই মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াডে নেই চোট পাওয়া আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে বাংলাদেশ দলের সঙ্গী হতে পারছেন না চোটাক্রান্ত তাওহিদ হৃদয়ও। তবে প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সর্বশেষ ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন বাঁহাতি ব্যাটার।
৮ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে।এ ছাড়া ১৪ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন নিয়মিত তারকা ক্রিকেটাররাই। সব ম্যাচ সেইন্ট কিটসে।
আজ দল ঘোষণায় বাংলাদেশ দল-মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না সাকিব আল হাসান।