মোঃলিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার গনাইসর মাদ্রাসা-গনাইসর প্রাথমিক বিদ্যালয় সড়ক পর্যন্ত ১৩’শ মিটার এবং চটটিপাড়া-টঙ্গীবাড়ী হাসাইল হয়ে কাঠাদিয়া পর্যন্ত এক হাজার মিটার নবনির্মিত রাস্তার উদ্বোধন করা হয়েছে।
গত কাল ৬ই ডিসেন্বর ( মঙ্গলবার) দুপুর ১২টায়
এ দুটি রাস্তার কাজের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। ইউটিএমআইডিপি প্রকল্পের আওতায় এ রাস্তা নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ রাশেদুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজ আল আসাদ বারেক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাহিদ খান, মহিলা ভাইস চেয়াম্যান নাছিমা আক্তার।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ্ মোয়াজ্জেম, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন কুমার রায় প্রমুখ।