মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা জজ কোর্ট আদালত প্রাঙ্গণে মামলার বাদীর উপর হামলার অভিযোগ উঠেছে। গতকলা সোমবার (২০জুন) বিকাল ৩ টার দিকে টংগীবাড়ি থানায় দায়েরকৃত ১(৬)২২ নং মামলার বাদী জুলহাসের উপর হামলা করে বিবাদী পক্ষ।
পরে আহত জুলহাস মুন্সীগঞ্জ সদর থানায় সোমবার রাতে একটি অভিযোগ দায়ের। জুলহাস টঙ্গীবাড়ি উপজেলার আরিয়ল ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
অভিযুক্তরা হলেন, আড়িয়ল ইউনিয়নের বিলেরপাড় গ্রামের আব্দুল আলী শেখের ছেলে শরিফ (৪০), আরিফ শেখের ছেলে কবির শেখ (২২), হাসান আলী শেখের ছেলে দেলোয়ার ভেন্ডার (৫৫) ও আবুল বাশার সহ অঞ্জাত ৩/৪ জন।
আহত জুলহাস জানায়, আমাদের দায়েরকৃত মামলার মেডিক্যাল সার্টিফিকেট মুন্সীগঞ্জ কোর্ট (জিআরও) শাখায় আসছে জানতে আসি। এখনে আগেই বিবাদী পক্ষে লোকজন উৎপেতে থাকেন। বাদী কোর্টের মাঠে এলে উল্লেখিত মামলার আসামী ভাড়াটিয়া গুন্ডাসহ হামলা করে মারধর করে নিলা ফুল জখম করে। পরবর্তী তারিখে মধ্য মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।