শ্রীনগর প্রতিনিধি,মোঃ(শিপু):-
শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী উপজেলার পদ্মা নদীর
তীরবর্তী এলাকার ভাগ্যকুল ও বাঘড়া চরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ পারভেজ। এদিন অভিযানের খবরে অসাধু জেলেরা সটকে পড়ে। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার
সমীর কুমার বসাক, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলাম, ক্ষেত্র সহকারী
ছাদিয়াতুজ জোহরা মেঘনা, ইউএনও অফিসারের উপ-প্রাশাসনিক কর্মকর্তা আমিনুল হক মোল্লাসহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।মৎস্য অফিসার সমীর কুমার বসাক বলেন, পুলিশের উপস্থিতি টের
পেয়ে অসাধু জেলেরা স্পিট বোট নিয়ে দ্রæত পালিয়ে যাওয়ায় তাদেরকে ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এদিন জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকাকালীন সময়
মৎস্য অভিযান অব্যাহত থাকবে।