আফিফা নৌশিন:
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টা ৫৬ মিনিটের দিকে ঢাকা কলেজের বাইরে বৈদ্যুতিক খুঁটিতে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা কলেজে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ঘটে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে।