রিদওয়ানুল হক:
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া সংস্থাটি জানিয়েছে এই সময়ের মধ্যে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপও কম থাকতে পারে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর আশপাশের এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।