সর্বশেষ

হবিগঞ্জ জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ক আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

received_1302541440420447.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-

অদ্য ২৯ জানুয়ারি সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিল্প কলকারখানার নিরাপত্তার সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেশের খ্যাতনামা শিল্প গ্রুপের নির্মিত কারখানার সামগ্রীক নিরাপত্তা নিশ্চিতকরণে এ সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আক্তার হোসেন বিপিএম এঁর সভাপতিত্বে উক্ত সভায় হবিগঞ্জ জেলার মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ থানা এলাকায় গড়ে উঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ
করেন। সার্বক্ষনিক শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম সচল রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মতবিনিময় সভায় প্রতিষ্ঠান সমূহের প্রতিবন্ধকতা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *