ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ছয়

received_1239320527015021.jpeg

মো:ফিরোজ, বাউফল প্রতিনিধি:
বরিশাল- ঢাকা মহা সড়কের জাজিরা নামক এলাকায় রোগীবাহি এম্বুলেন্স ও ট্রাকের পিছনে সংর্ঘষে নিহত ৬ জনের মধে অ্যাম্বুলেন্সে যাত্রী ছিলেন পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তাঁর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাঁদের স্বজন ফজলে রাব্বী (২৮), স্বজন নবচেতনা পত্রিকার ব্যুরোপ্রধান মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)। অসুস্থ জাহানারা বেগমকে ঢাকায় নেওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল সবার।
বাউফলের কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামের জাহানারা বেগম(৫০) ও মিস্টি আক্তার (২৫)। সম্পর্কে দুজন মা ও মেয়ে।
তারা আমেরিকা প্রবাসী। গত তিন মাস আগে বাড়ি আসেন।নিহত জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন।

নিহত জাহানারা বেগমের ভাসুর আশ্রাফ আলী খান(৭৫) জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে ভাইর স্ত্রী জাহানারা বেগম অসুস্থ হয়ে পারলে তাকে বরিশালের বাসা থেকে একটি এম্বুলেন্স ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top