গাজীপুর কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

Messenger_creation_1977871306066879.jpeg

মোঃ আব্দুল হামিদ,গাজীপুর:-

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর ও ছাত্র-জনতার উদ্যোগে বিগত দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চেয়ারম্যানের অপসারণ দাবিতে বক্তারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জিন সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আবু নাইম এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব হাসান সবুজ, উপজেলা মহিলা দলের সভাপতি মো. রহিমা বেগম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্তারপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন মো. আতিকুর রহমান আকন্দ ফারুক। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত জনতা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top