স্টাফ রিপোর্টার:
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রামগঞ্জে প্রথমবারের মতো জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রায়পুরে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ।
ভোটগ্রহণ শেষে স্ব স্ব উপজেলা পরিষদ হলরুমে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেছেন।
রামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম ও রায়পুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এ সময় তারা বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, রামগঞ্জে মো. ইমতিয়াজ আরাফাত ৪৪ হাজার ৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (মোটরসাইকেল) ২৬ হাজার ৬০৯ ভোট পেয়েছেন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ ছাড়া রায়পুরে মামুনুর রশিদ ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) ৩৩ হাজার ৮০৮ ভোট পেয়েছেন।