লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে : বায়হাল তালীমুদ দ্বীন মাদ্রাসার ২৩ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বায়হাল তালীমুদ দ্বীন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে ২৩ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৪ মার্চ) শুক্রবার বেলা তিন ঘটিকার সময় হাজী মিরাজ হোসেন মৃধার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ( মুফতি হাবীবুর রহমান দাঃরাঃ প্রধান বক্তা (মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জ ,বিশেষ বক্তা (মুফতি ইসমাঈল হোসেন, বায়হান তালীমুদ দ্বীন মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার দ্বীনদার মুসুল্লিরা উপস্থিত ছিলেন।