কাদির খান, স্টাফ রিপোর্টার:-
‘আইন দিয়ে কি দেশ শাসন করা যায়! দেশ শাসন করতে হয় ভালোবাসা দিয়ে এবং দেশ শাসন করতে হয় নিজের বিবেচনা বুদ্ধি দিয়ে’ – পরিচালক (যুগ্মসচিব) আব্দুল জলিল।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত – মুন্সীগঞ্জ জেলায় আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, হিমাগার হতে সরবরাহ পরিস্থিতি ও মুল্য স্বাভাবিক রাখার নিমিত্ত অংশীজনদের সাথে- উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, মুন্সীগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল-আসাদ, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, টংগিবাড়ী প্রেসক্লাব ও উপজেলা ক্যাব এর সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি(ইফতেখার), টংগিবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, সাংবাদিক কাদির খান, হোসেন হালদার সহ কৃষক, কোল্ড স্টোরেজের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দোকানদারবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (যুগ্মসচিব) আব্দুল জলিল বলেন, আমরা একটা দৃশ্যমান পরিবর্তন চাই, একটা পরিবর্তন চাই বলেই-আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। আলু হচ্ছে শতভাগ আমাদের দেশের প্রোডাক্ট। আমাদের দেশের প্রোডাক্ট সরকার চায় কৃষকরা যাতে তাদের ন্যায্য মুল্যটা পায়। আমি যেহেতু এখানে সাবেক ইউএনও ছিলাম সেহেতু আমি আলুর ব্যবসাটা মোটামোটি বুঝি। কিভাবে কোল্ড স্টোরেজে ঢুকায়, কি ভাবে বের হয়। তার(কৃষকের) একটা কস্টিং পরে। প্রতিবছর শেষের দুই মাস- নভেম্বর-ডিসেম্বর বা জানুয়ারিতে আলুর দামটা বেড়ে যায়। বাকি সময়টাতে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের চাহিদামত আলু প্রডাকশন আছে। হঠাৎ করে যদি ৪০টাকার আলু যদি ৭৫-৮০ টাকা হয়ে যায় এটা কিন্তু যেকোনো সরকারের জন্য বিব্রতকর। সরকার দ্রব্যমুল্যের উর্ধগতিটাকে যতটা ভয় পায়, অন্য কোনো বিষয়কে কোনো ভয় পায় না। কোনো সরকারই এত ভয় পায় না। কারন, মানুষের কস্টটাকেই লাঘোব করাই সরকারের উদ্দেশ্য। সারাবছর আলুর দাম ৪০-৫০ টাকা হঠাৎ করে ২-৩ মাসে দাম বাড়লে এটা সরকারের জন্য একটা বিব্রতকর। আপনারা যারা ব্যবসা করেন আপনাদেরকে মানুষজন গালাগালি দিচ্ছে। সরকার আমাদেরকেও গালাগালি দিচ্ছে যে এরা বসে বসে ঘুমায়। আসলে আইন দিয়ে কি দেশ শাসন করা যায়! দেশ শাসন করতে হয় ভালোবাসা দিয়ে এবং দেশ শাসন করতে হয় নিজের বিবেচনা বুদ্ধি দিয়ে।