মো: আব্দুল হামিদ,গাজীপুর :-
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় ২৮ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্যারাগন পোল্ট্রি কারখানার দেয়াল ধসে ১জন শ্রমিক নিহত ও ২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে।
জানা যায়, গাজীপুর সদর উপজেলায়
রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার গ্যাসের পাইপ স্থাপনের কাজ চলাকালে প্যারাগন পোল্ট্রি কারখানার দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনা নিহত শ্রমিক সালাউদ্দিন মাঝি সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের বাকর উদ্দিন মাঝির ছেলে সালাউদ্দিন মাঝি(৬০)।
স্থানীয়রা জানান, বানিয়ারচালা এলাকায় অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার গ্যাসের পাইপ স্থাপনের জন্য রাস্তা কেটে কাজ চলছিল। এ সময় প্যারাগন পোল্ট্রি ফিড মিলের দেয়ালে ফাটল দেখা দেয়। এ ঘটনায় স্থানীয়রা ও কারখানার লোকজন নিরাপত্তার স্বার্থে কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। কিন্তু রিফাত এলুমিনিয়াম প্যাকেজিং কর্তৃপক্ষ তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। কিছুক্ষণ পরই রাস্তার পাশে থাকা প্যারাগন পোল্ট্রি ফিড মিলের কারখানার দেয়াল ধসে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।